Amar Ekla Akash Lyrics | আমার একলা আকাশ লিরিক্স

Amar Ekla Akash in Bengali

Song: Amar Ekla Akash
Singer:  Sandipan Roy & Shreya Ghoshal
Language: Bengali Song

আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে

তুমি চোখ মেললেই ফুল ফুটেছে
আমার ছাদে এসে
ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায়
তোমায় ভালবেসে
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে

আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম, পেতে চাইতাম
শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর,
আমার একলা থাকার সুর
রোদ গাইতো, আমি ভাবতাম
তুমি কোথায় কতদূর

আমার বেসুরে গীটার সুর বেঁধেছে,
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ চিনেছে
তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালবেসে

অলস মেঘলা মন
আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইতো, ছুঁতে চাইতো
তুমি আসবে আর কখন
শ্রান্ত ঘুঘুর ডাক
ধূলো মাখা বইয়ের তাক
যেনো বলছে, বলে চলছে
থাক অপেক্ষাতেই থাক

আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে

FAQ About Amar Ekla Akash Song:

Who is the Singer of the song ‘Amar Ekla Akash?

 Sandipan Roy & Shreya Ghoshal has sung the song “Amar Ekla Akash“.

Who wrote the lyrics of the song? “Amar Ekla Akash“?

Sandipan Roy has written the lyrics of “Amar Ekla Akash“.

Who is the Music Director of the song ‘Amar Ekla Akash?

Jeet Gannguli directed the music of the song “Amar Ekla Akash“.

Spread the love

Leave a Comment