Amar Ei Shunnyo Hridoy in Bengali
Song: Amar Ei Shunnyo Hridoy
Singer: Nachiketa
Language: Bengali Song
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়,
জানিনা কোন হৃদয়ে তোমাকে মানায়
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়।
যে রাতে তুমি ছিলে আমার পাশে
দুটি মন দুটি হৃদয় ছিলো
ওগো আরও কাছে।
মনে পড়ে যায় সজনী
মনে পড়ে যায়,
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়,
জানিনা কোন হৃদয়ে তোমাকে মানায়
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়।
এ গানের রামধনু রং
তোমাকে খুঁজে পায়,
এ গানের রামধনু রং
তোমাকে খুঁজে পায়,
স্বপ্নের সেদিন আজও
মনে পড়ে যায়।
সুরের এই ঝর্ণা ধারায় সুরের মাঝে
তোমাকে পাই যে আমি বারে
বারে সকল কাজে।
বৃথা চলে যায় রজনী
কেঁদে মরি হায়..
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়,
জানিনা কোন হৃদয়ে তোমাকে মানায়
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়।
FAQ About Amar Ei Shunnyo Hridoy Song:
Who is the Singer of the song ‘Amar Ei Shunnyo Hridoy?
Nachiketa has sung the song “Amar Ei Shunnyo Hridoy”.
Who wrote the lyrics of the song? “Amar Ei Shunnyo Hridoy“?
Debdutta Sreemany has written the lyrics of “Amar Ei Shunnyo Hridoy“.
Who is the Music Director of the song ‘Amar Ei Shunnyo Hridoy?
Debdutta Sreemany directed the music of the song “Amar Ei Shunnyo Hridoy“.