Amar Chalaki Lyrics: Anupam Roy
Song : Amar Chalaki (আমার চালাকি)
Vocals, Lyrics & Music – Anupam Roy
যদি তোমার কথা লিখিতুমি শুনতে চাইবে কি?তুমি ভাবো আমার চালাকি।যদি তোমার কথা লিখিতুমি শুনতে চাইবে কি?তুমি ভাবো আমার চালাকি।পরিধির বাইরে আমিহাঁটছি দেখো আমার সাহসএতো ভুল মানুষ করেতবু যেন সব আমারই দোষ!আমি কি এতোই খারাপ মন্দ বাজে?লাগবেনা আমাকে কি কোন কাজে?লাগবেনা আমাকে কি কোন কাজে?যদি তোমার জলে নামিতুমি পুলিশ ডাকবে কি?এ তো নয় আমার চালাকি।যদি তোমার জলে নামিতুমি পুলিশ ডাকবে কি?এ তো নয় আমার চালাকি।আলাপের দিনগুলোতেদেখতে পেলেই সোনার মোহর।বেরসিক পাচ্ছি এখনযখন তখন তোমার খবর।তাই কি ঐ যে বাসের জানলা ধারেরুমালে মুছলে দুচোখ কান্না বাড়ে।রুমালে মুছলে দুচোখ কান্না বাড়ে।তোমাকে কি দেখতে পারিলাল পাড় সাদা শাড়িআমার কি ইচ্ছে করে না?ওরা প্রেম হলুদ ধোঁয়ারআমি খুব ফালতু গোয়ার।কিছুতেই থামতে জানি না।পরিধির বাইরে আমিহাঁটছি দেখো আমার সাহসএতো ভুল মানুষ করেতবু যেন সব আমারই দোষ!শেষমেশ সেই তো আবার ডাকলে কাছেআমাকে রাখলে গোপন পাতার ভাজে।আমাকে রাখলে গোপন পাতার ভাজে।
Amar Chalaki Lyrics: Anupam Roy
Jodi tomar kotha likhiTumi shunte chaibe ki?Tumi vabo amar chalaki.Jodi tomar kotha likhiTumi shunte chaibe ki?Tumi vabo amar chalaki.Poridhir baire amihatchi dekho amar sahos.Eto vul manus koreTobu jeno sob amar e dosh!