Amar Bhindeshi Tara in Bengali
Song: Amar Bhindeshi Tara
Singer: Anindya Chatterjee
Language: Bengali Song
আমার ভিনদেশী তারা
একা রাতেরি আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি (x2)
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানে
তোমার গায় লাগেনা ধুলো
আমার দু’মুঠো চাল-চুলো (x2)
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ি (x2)
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী… (x2)
FAQ About Amar Bhindeshi Tara Song:
Who is the Singer of the song ‘Amar Bhindeshi Tara?
Anindya Chatterjee has sung the song “Amar Bhindeshi Tara“.
Who wrote the lyrics of the song? “Amar Bhindeshi Tara“?
Chandril Bhattacharya has written the lyrics of “Amar Bhindeshi Tara“.
Who is the Music Director of the song ‘Amar Bhindeshi Tara?
Anindya Chatterjee directed the music of the song “Amar Bhindeshi Tara“.