Amader Surya Merun Lyrics in Bengali
আমাদের সূর্য মেরুন,
নাড়ির যোগ সবুজ ঘাসে ।
আমাদের খুঁজলে পাবে,
সোনায় লেখা ইতিহাসে ।
আমাদের রক্তে খেলা,
খেলার ছলে বিপ্লবী বেশ ।
আমরাই কখনো মুখ,
কখনো দল, কখনো দেশ ।
জন্মেছি মাথায় নিয়ে,
খেলোয়াড়ী পরোয়ানা ।
বুকের এই কলজে বলে,
লড়াই করো হার না মানা ।
দেখো ঐ ওড়ে নিশান,
খেলার আকাশ ছোঁয়ার সোপান ।
আমরাই মোহনবাগান ।
মোহনবাগান…
বেপরোয়া খেলার সাহস ।
খেলার বিবেক, খেলার নবাব ।
আমরাই ভীনদেশীদের,
বিরুদ্ধে এই দেশের জবাব ।
সাগরের উথাল পাতাল
বুকেও এই নৌকা চলে ।
কত ঝড় বিবাদ সামাল,
দিতে খেলাই কথা বলে।
জন্মেছি মাথায় নিয়ে,
খেলোয়াড়ী পরোয়ানা ।
বুকের এই কলজে বলে,
লড়াই করো হার না মানা ।
আমাদের তূণের ভেতর,
সবুজ মেরুন এক ঝাঁক বাণ ।
আমরাই মোহনবাগান ।
মোহনবাগান…
Amader Surya Merun Lyrics in English
Amader Surya Merun,
Narir jog sobuj ghase.
Amader khunjle pabe,
Sonay lekha etihasey.
Amader rokte khela,
Khelar chhole biplobi besh.
Amrai kokhono mukh,
Kokhono dol, kokhono desh.
Jonmechhi mathay niye,
Kheloaari poroaana.
Buker ei kolje bole,
Lorai koro haar na mana.
Dekho oi orey nishan.
Khelar akash chhonwar sopan.
Amrai Mohun Bagan.