Aloy Phera Hoyni Lyrics in Bengali
Song: Aloy Phera Hoyni
Singer: Iman Chakraborty
Language: Bengali Song
কতদিন আলোয় ফেরা হয়নি
কতদিন ডাকিনি তোমায় ডাক নামে
ঘুমের গভীরে বয়ে চলা নির্জনতা আজ
দেখা হয়নি তোমার সাথে।
রং পেনসিল আর বৃষ্টির গুঁড়ো
আঁকেনি তোমার মুখ
কতদিন আলোয় ফেরা হয়নি।
দু’চোখ ভিজিয়ে আর জাগে নি শহর
ঘুমের কোণেতে মাথা রেখে
আলোর ছায়ারা মেঘ হয়ে জানালায়
ঘষা কাঁচে যায় জন্মের দাগ রেখে
কতদিন আলোয় ফেরা হয়নি।
বৃষ্টি তোমাকে দিলাম
ভুবন ডাঙার মেঘ ওড়ানো দুপুরগুলো
ওড়নার মতো জড়িয়ে থাকা,
তোমার স্মৃতি বিস্মৃতি বিদ্যুৎ শিহরণ।
বৃষ্টি তোমাকে দিলাম,
নিশ্চিন্দি পুরের সেই বালিকার,
স্বপ্ন ময় আর ধান খেত ছেলেবেলা।
বৃষ্টি তোমার জন্য,
তোমার জন্য রূপকথার মেঘমালা
আর না ফুরানো বাঁশির সুর
বৃষ্টি তোমাকে দিলাম ..
কতদিন স্বপ্নে ফেরা হয়নি
কতদিন চাঁদ ওঠেনি সিন্ধু পারে
স্মৃতির শহর নৌকো বেয়ে যায় ভেসে
দেখা হয়নি তোমার সাথে।
রং পেনসিল আর বৃষ্টির গুঁড়ো
আঁকেনি তোমার মুখ
কতদিন আলোয় ফেরা হয়নি।
FAQ About Aloy Phera Hoyni Song:
Who is the Singer of the song ‘Aloy Phera Hoyni?
Iman Chakraborty has sung the song “Aloy Phera Hoyni“.
Who wrote the lyrics of the song? “Aloy Phera Hoyni“?
Debojyoti Mishra has written the lyrics of “Aloy Phera Hoyni“.
Who is the Music Director of the song ‘Aloy Phera Hoyni’?
Arnab Paul directed the music of the song “Aloy Phera Hoyni”.