Ali Maula Lyrics | আলি মউলা লিরিক্স

Ali Maula in Bengali

Song: Ali Maula
Singer: Shreya Ghoshal
Language: Bengali Song

ইয়া আলী.. ইয়া আলী..

নি-নি-নি সা-সা-সা, নি-নি-নি সা-সা-সা
নি-সা-রে-গা, মা-গা-রে

য়া আলী.. ইয়া আলী..

নি-নি-নি সা-সা-সা, নি-নি-নি সা-সা-সা
নি-সা-

আলি মউলা মউলা, আলি মউলা মউলা
আলি রে ….

ডানা মেলে চলে গেলে
ছুঁয়ে দিলাম যেই ছায়া তোমার,
সাড়া দিও, পড়ে নিও
লুকোনো প্রেমের সেই ইস্তেহার।

এ মন চললো কোথায়
বেসামাল ইশারায়,
আড় চোখে তাকায় হেসে যায়
আমার আগামী।

জীবন দিচ্ছে পাড়ি
আবার ফিরছে বাড়ি,
চেনা মুখের সারি রাখি হাত,
ওই হাতে আমি..

উড়োচিঠি চিন্তা তোমার
তার চেয়ে চলো হারাই এবার।।

একপা দু পা করে মাপা
আমাদের কাছে আসা,
লোক পেরিয়ে, চোখ এড়িয়ে
কিছু না বলার ভাষা।

একপা দু পা করে মাপা
আমাদের কাছে আসা,
লোক পেরিয়ে, চোখ এড়িয়ে
কিছু না বলার ভাষা।

উড়োচিঠি তোমার নামে
পাঠায় সময় আমার খামে ..

ডানা মেলে চলে গেলে
ছুঁয়ে দিলাম যেই ছায়া তোমার,
সাড়া দিও, পড়ে নিও
লুকোনো প্রেমের সেই ইস্তেহার।

এ মন চললো কোথায়
বেসামাল ইশারায়,
আড় চোখে তাকায় হেসে যায়
আমার আগামী।

জীবন দিচ্ছে পাড়ি
আবার ফিরছে বাড়ি,
চেনা মুখের সারি রাখি হাত,
ওই হাতে আমি ..

উড়োচিঠি চিন্তা তোমার
তার চেয়ে চলো হারাই এবার।।

FAQ About Ali Maula Song:

Who is the Singer of the song ‘Ali Maula?

Shreya Ghoshal has sung the song “Ali Maula“.

Who wrote the lyrics of the song? “Ali Maula“?

Priyo Chattopadhyay & Prasen has written the lyrics of “Ali Maula“.

Who is the Music Director of the song ‘Ali Maula?

Indraadip Das Gupta directed the music of the song “Ali Maula“.

Spread the love

Leave a Comment