Akash Pradip Jole in Bengali
Song: Akash Pradip Jole
Singer: Lata Mangeshkar
Language: Bengali Song
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দুটি
শুধুই তোমারে চাহে,
ব্যথার বাদলে যায় ছেয়ে।
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে।।
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী,
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী,
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।
আমার নয়ন দুটি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে।।
কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে,
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে।
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে,
কোন রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে,
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।
আমার নয়ন দুটি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে।।
Akash Pradip Jole Lyrics in English
Akash pradeep jole
Durer tarar pane cheye
Amar Nayan duti
Sudhui tomare chahe
Bethar badole jay cheye
Akash pradip jwole
Durer tarar pane cheye
Boye chole andhi ar raatri
Ami choli dishaheen jatri
Boye chole andhi ar raatri
Ami choli dishaheen jatri
Dur ojanar pare
Akul ashar kheya beye
amar nayon duti
sudhui tomare chahe
Bethar badole jay cheye
Akash pradip jwole
Durer tarar pane cheye
Koto kal aar koto kal
Ei poth chola ogo cholbe
Koto raat ei hiya
Akash pradip hoye jwalbe
Kono raate mone ki go porbe
Betha hoye ankhi jol jhorbe
Batas akul hobe
Tomar nishwashtuku peye
amar nayon duti
sudhui tomare chahe
Bethar badole jay cheye
Akash pradip jwole
Durer tarar pane cheye
FAQ About Akash Pradip Jole Song:
Who is the Singer of the song ‘Akash Pradip Jole?
Lata Mangeshkar has sung the song “Akash Pradip Jole“.
Who wrote the lyrics of the song? “Akash Pradip Jole“?
Pabitra Mitra has written the lyrics of “Akash Pradip Jole“.
Who is the Music Director of the song ‘Akash Pradip Jole’?
Satinath Mukherjee directed the music of the song “Akash Pradip Jole”.