Ajana Kono Golpo Bole in Bengali
Song: Ajana Kono Golpo Bole
Singer: Shreya ghosal
Language: Bengali Song
অজানা কোনো গল্প বলে মেঘলা নীল,
অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল (x2)
না পড়া কবিতা এলো ঢেউ হয়ে,
যায় হারিয়ে খুঁজতে গিয়ে অন্ত্যমিল।
অজানা কোনো গল্প বলে মেঘলা নীল,
অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল।
ফিসফিসিয়ে বললো কথা যেই ঝিনুক,
ক্যাসরিনা লজ্জা পেয়ে ঢাকলো মুখ (x2)
চিলতে জলে আয়না হলো এ বিকেল,
চাওয়া পাওয়া এ হাওয়াতে আজ মিশেল।
বালির প্যালেট পায়ের তুলি জলের রঙে,
আমি আঁকি যখন তখন
বিষন্ন এক মন কেমন।
বালির প্যালেট পায়ের তুলি জলের রঙে
আকাশ ধোঁয়া রঙ মিছিল।
অজানা কোনো গল্প বলে মেঘলা নীল,
অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল
না পড়া কবিতা এলো ঢেউ হয়ে,
যায় হারিয়ে খুঁজতে গিয়ে অন্ত্যমিল।
লা লা লা.. মেঘলা নীল,
হুঁ হুঁ হুঁ.. একলা চিল।
FAQ About Ajana Kono Golpo Bole Song:
Who is the Singer of the song ‘Ajana Kono Golpo Bole?
Shreya ghosal has sung the song “Ajana Kono Golpo Bole“.
Who is the Music Director of the song ‘Ajana Kono Golpo Bole?
Debojyoti Mishra directed the music of the song “Ajana Kono Golpo Bole“.