Adorer Nouko Lyrics | আদরের নৌকো লিরিক্স

Adorer Nouko Lyrics in Bengali

Song: Adorer Nouko
Singer: Iman Chakraborty & Shovan Ganguly
Language: Bengali Song

ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়,
হ্যালোজেন বৃষ্টিকে রঙ লিখে ঘর পাঠায়,
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়।

ধুয়ে যায় আদরের পথঘাট
ভেসে যায় আরামের অঞ্চল,
রেলিং এর ঘুম ঘোরে,
টুপ করে, কাঁদলো জল।

ডানা ভাঙা একলা কাক
পথ ঘেঁষে থাক একলাটি থাক।

এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়,
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল, ধূলোর ফুল
যায় ভেসে যায়।

ভেসে যায় আদরের নৌকো
ভেসে যায় সোহাগের সাম্পান,
সিগারেট টুকরোরা মুখচোরা,
শিখছে স্নান।

নুড়ি ঘেরা বালির স্তূপ
জোনাকির রূপ বুকে নিয়ে চুপ।

এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়,
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল, ধূলোর ফুল
যায় ভেসে যায়।

ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়,
হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়,
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়।

Poem:
তোর সঙ্গে দেখা হবার পর
আমরা একসঙ্গে থাকবো ঠিক করার পর,
এই প্রথম টানা এতগুলো দিন দেখা হবে না।
একটা ঘুপচি ঘরে বসে বসে ভাবছি আমি
এই তো ট্রেন বাঁকলো, ওই তোর ঠান্ডা লাগছে
আঠাশ-ঊনত্রিশ এর প্রেমেও এতো হয়?
কিন্তু দুঃশ্চিন্তা যতদূর যায়,
হ্যাচ এর টাওয়ার ততোদূরে বসেনি।
দু’দিনে ২০০ বার শুনেছি
বাংলায় সবচেয়ে খারাপ বাক্য –
“যে হ্যাচ ফোনে আপনি ফোন করেছেন
সেটি বন্ধ করা আছে”
অথবা –
“এই মুহূর্তে সেটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছেনা”

একটা ঘুপচি ঘরে বসে বসে ভাবছি আমি
যখন সেলফোন ছিলোনা মানুষের
এমনকি ফোনই ছিলোনা,
তখন মনে মনে পৃথিবীর যেকোনো প্রান্তে
যে কাউকে ছোঁয়া যেত,
যদি তখন দেখা হতো আমাদের –
তখন ??

FAQ About Adorer Nouko Song:

Who is the Singer of the song ‘Adorer Nouko?

Iman Chakraborty & Shovan Ganguly has sung the song “Adorer Nouko“.

Who is the Music Director of the song ‘Adorer Nouko’?

Shovan Ganguly & Malay Podder directed the music of the song “Adorer Nouko”.

Spread the love

Leave a Comment