Aat Ta Baje Deri Korish Na in Bengali
Song: Aat Ta Baje Deri Korish Na
Singer: Basudeb Das Baul
Language: Bengali Song
ও তিরিশ টাকা কেজি মাছ
বাবু ভেয়ে খাবে গো,
জল দিয়ে বেশি করিস না,
আটটা বাজে দেরি করিস না,
আটটা বাজে দেরি করিস না।
রুপালি মাছের মত গরু পাহাড়ে
কালো দিঘীর কালো জলে রুপের বাহারে,
রুপের বাহারে, রুপের বাহারে।
রুপালি মাছের মত গরু পাহাড়ে
কালো দিঘীর কালো জলে রুপের বাহারে,
রুপের বাহারে, রুপের বাহারে।
ও তোর ভোরের সুরুয
ও তোর ভোরের সুরুয কপালে তোর
সিঁদূর হয়ে যাবে গো,
কারো দিকে নজর লাগাস না।
ও তিরিশ টাকা কেজি মাছ
বাবু ভেয়ে খাবে গো,
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না।।
ইলিশ মাছের কাঁটা ভালো চিংড়ি মাছের টক,
সাত টাকাতে কিনবে লোকে গিলবে গবাগব,
গিলবে গবাগব, গিলবে গবাগব।
ইলিশ মাছের কাঁটা ভালো চিংড়ি মাছের টক,
সাত টাকাতে কিনবে লোকে গিলবে গবাগব,
গিলবে গবাগব, গিলবে গবাগব।
ও তোর কচি পোনা ..
ও তোর কচি পোনা বেছেবেছে
হাটে বেচা হবে গো,
চুনোপুটি আর বেচিস না
চুনোপুটি আর বেচিস না।
ও তিরিশ টাকা কেজি মাছ
বাবু ভেয়ে খাবে গো,
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না,
আটটা বাজে দেরি করিস না,
আটটা বাজে দেরি করিস না।
FAQ About Aat Ta Baje Deri Korish Na Song:
Who is the Singer of the song ‘Aat Ta Baje Deri Korish Na?
Basudeb Das Baul has sung the song “Aat Ta Baje Deri Korish Na”.
Who is the Music Director of the song ‘Aat Ta Baje Deri Korish Na?
Emon Chowdhury directed the music of the song “Aat Ta Baje Deri Korish Na“.