Aami Tomaay Bhalobashi Lyrics in Bengali
Song: Aami Tomaay Bhalobashi
Singer: Rupam Islam
Language: Bengali Song
আমি তোমায় ভালোবাসি,
তোমায় ছোঁয়ার ইচ্ছে, ঘুম তাড়াচ্ছে
দীর্ঘ শ্বাস, এপাশ, ওপাশ, হতাশ, নড়াচড়ায়
আমি সাঁতরে উঠি চড়ায়,
আমি জানি না কে করায়।
মোটেই আমি না, কেউ আমায় দিয়ে,
তোমার আঙ্গুল ধরায় ..
আমার বুকে উথাল পাতাল,
আমি মদ না খেয়েও মাতাল
এখন কেটে যেতে পারেই এ তাল,
যেমন কাটছে সময়
আমি জানি না ঠিক কি হয়,
এটা দুঃসাহস নাকি ভয়
তোমার বাড়ির সামনে প্রলয়,
সেই প্রলয়ে বানভাসি আমি।
আমি তোমায় ভালোবাসি,
শুধু তোমায় ভালোবাসি (x2)
চলি তোমায়, থামি তোমায়,
আমি তোমায় ভালোবাসি ..
নতুন নিজস্বী আপলোডে,
কিম্বা ওয়ারিশবিহীন ট্যাগে
মান্ধাতার অধিকারবোধে,
মাতি ঠেস মারনোর ত্যাগে
খুচরো প্রতিশোধের অনুরাগে,
ছুপিয়ে নেওয়া Rag-এ
ভুরু কুঁচকে গেলা রাগে,
X-Ray পেরনো হাত ব্যাগে।
যদি সাইলেন্সর থাকে,
তুমি পরিয়ে নিয়ো নলে
আমার একটা দুটো জীবন,
খুন হোক নীরব রোষানলে
তুমি অপোজিশন হলেও,
আমি বিক্রি তোমার দলে
ছলে বলে ও কৌশলে,
তোমায় ভালোবাসবো বলেই এসব
আমি তোমায় ভালোবাসি,
তোমার রাত পোষাকের সুতো
পাঁচিল বেয়ে গোপন চোখের,
ছন্দ ভাঙে দ্রুত
পোষাকপটে স্বচ্ছ ফুলের,
আবেশী সব ছুতো
আমায় খুব গোপনে ছুঁতো,
শ্যাওলা উঠোন ধুতো ..
তখন ভালোবাসাই হতো,
প্রেম আবিল ও উদ্ধত
থতমত বলেই শ্লথ,
ঠোঁটে ঠোঁটে অশ্রু যতো
মেশে আশ্লেষে তাই মিশি,
আমি আমার দিবানিশি
জুড়ে স্নান করেছি বিষে,
শুধু তোমায় ভালোবেসে
আমি তোমায় ভালোবাসি,
তবু তোমায় ভালোবাসি (x2)
সস্তা তোমায়, দামি তোমায়,
আমি তোমায় ভালোবাসি।
Aami Tomaay Bhalobashi Lyrics in English
Aami Tomaay Valobashi
Tomay chowar icchey ghum taracche
Dirghoswash e-pash o-pash
hotash nora-choray
Ami santrey uthi choray
Ami jani na ke koray
Motei aami na keu amay diye
tomar aangul dhoray
Amar buke uthal-pathal
Ami mod na kheye-o matal
Ekhon kete jete parei e taal
Jemon kaatche somoy
Ami jani na thik ki hoy
Eta du-sahosh naki bhoy
Tomar barir samne proloy
Sei proloye baanbhashi ami
Ami Tomay Valobashi
Shudhu tomay bhalobashi
choli tomai, thami tomai,
ami tomai valobasi
natun nijeswi uploada
kingba warishbihin tage
mandhotar odhikar bodhe
mati thes marnor tyaga
kuchro protisodhar anurage
chupia nowa rag-a
vuru kuchke galo rege
x-ray parono hat bage.
jodi silence thake
tumi poria niyo nole
amar akta duto jibon
khun hok nirob rosha nole
tumi opposition hole o
ami bikri tomar dole
chole bole kousole
tomai valobasbo bolei ai sob
ami tomake valobashi
tomar rat proshaker suto
pachil baye gopon chokhe
chando vange druto
proshakpoter sacho fuler
abeshi sob chuto
amai khub gopone chuto
saola uthon dhuto
takhon valobasei hoto
prem abil o uddhito
thotomoto bolei sloto
thote thote asrujato
mese asaleshe tai mishi
ami amar diba nishi
jure sanan korechi brishe
sudhu tomai valobashe
Ami Tomay Valobashi
Shudhu tomay bhalobashi
sostha tomai dami tomai
ami tomai valo bashi
..
FAQ Section:
Who is the Singer of the song ‘Aami Tomaay Bhalobashi‘?
Rupam Islam has sung the song “Aami Tomaay Bhalobashi“.
Who wrote the lyrics of the song? “Aami Tomaay Bhalobashi“?
Rupam Islam written the lyrics of “Aami Tomaay Bhalobashi“.
Who is the Music Director of the song ‘Aami Tomaay Bhalobashi?
Rupam Islam directed the music of the song “Aami Tomaay Bhalobashi“.