Aami Tomaay Bhalobashi 2 Lyrics in Bengali
Song: Aami Tomaay Bhalobashi 2
Singer: Rupam Islam
Language: Bengali Song
আমি তোমায় ভালোবাসি,
তুমি অনন্য উদাসী বলে
রাস্তা তোমায় হাঁটতে দেখে,
ঝলমলে মুখ তোলে ..
হোক না যতোই মেঘলা দুপুর,
তোমার জন্য সূর্য উপুড় করে।
কিরনের ভগ্নাংশ টুকু,
প্রতিফলন পাঠালো।
আচ্ছা তুমিই বা কি বলো,
তোমার হাসির অন্য মানে
ওরা করতে পারে জেনেও,
তুমি হেসেছো প্রাণ খোলা
এবার কতটা জল ঘোলা,
হলে তোমায় দেবে দোলা
নাকি ফাঁদ পাতা এই লীলা,
ছকের বিদ্রুপ প্রত্যাসে।
এই, আমি তোমায় ভালোবাসি,
যখন উকিল চিঠির আঘাত
কারুর ঠাঁয় দাঁড়ানো দেয়াল রাতে,
সাবধানি আওয়াজে ..
ভিড় বাড়াচ্ছে দেরাজে,
ব্যথার গন্ধ কাগজ ভাঁজে
আমার কাল মিশে যায় আজে,
আলস্য ভাঙে কাজে ..
আমি উঠে দাঁড়াই একা,
হবে তোমার পেটে ব্যথা
বাইরে কোন আজান শুনে,
ভেসে এলাম উজান গুনে .. (x2)
মিশন তোমায় ভালোবাসা,
তোমায় ভীষন ভালোবাসা
কারণ ছাড়াই ভালোবাসা,
বারণ তবু ফিরে আসা,
বলতে তোমায় ভালোবাসি,
আজও তোমায় ভালোবাসি
বলতে তোমায় ভালোবাসি,
আজও তোমায় ভালোবাসি ..
পবিত্র তোমায়, আর আমি তোমায়
আমি তোমায় ভালোবাসি ..
Aami Tomaay Bhalobashi 2 Lyrics in English
Ami tomay bhalobashi
Tumi anonno udashi bole
Rasta tomay haatte dekhe
Jholmole mukh toley
Hokh na jotoi meghla dupur
Tomar jonno surjo upur kore
Kironer vognagsho tuku protifolon pathalo
Accha Tumei ba ki bolo
tomar hasir onno mane
ora korte pare jeneo
tumi hesecho pren khola
ebar katota jol ghola
hole tomai debe dola
naki fad pata ei lila
choker bidrup protashe
ei ami tomai valobasi
jakhon ukil chithir aghat
karor thai darano deoal rate
sabdhanio awaje
vir barache deraje
bather gandho kagoj vaje
amar kal mise jai aje
alosho vange kaje
ami uthe darai eka
hobe tomar pate batha
baire kon awaj sune
vese alam ujan gune
misan tomai valobase
tomai vison valobasha
karon charei valobasha
baron tabu fireasa
bolte tomai valobasi
ajo tomai valobasi
bolte tomai valobasi
ajo tomai valobasi
pabitro tomai ar ami tomai
ami tomai valobasi
..
FAQ Section:
Who is the Singer of the song ‘Aami Tomaay Bhalobashi 2‘?
Rupam Islam has sung the song “Aami Tomaay Bhalobashi 2“.
Who wrote the lyrics of the song? “Aami Tomaay Bhalobashi 2“?
Rupam Islam written the lyrics of “Aami Tomaay Bhalobashi 2n“.
Who is the Music Director of the song ‘Aami Tomaay Bhalobashi 2‘?
Rupam Islam directed the music of the song “Aami Tomaay Bhalobashi 2“.