Aami Kaar Ke Aamar in Bengali
Song: Aami Kaar Ke Aamar
Singer: Subhamita Banerjee
Language: Bengali Song
আমি কার কে আমার
কি যে তার আমি হই,
কানামাছি কাছাকাছি দূরে-দূরে আমি রই,
প্রেমহীন সংসার আহা সোনামুখী সুঁই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই।
কত সুখে আছি বেঁচে বিধাতা কী জানে
গৃহ আছে দাহ আছে শীতল শয়ানে,
কত সুখে আছি বেঁচে বিধাতা কী জানে
গৃহ আছে দাহ আছে শীতল শয়ানে,
অবহেলায় পড়েছে ঝরে টবে ফোটা জুঁই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই।
আমি কার কে আমার
কি যে তার আমি হই,
কানামাছি কাছাকাছি দূরে-দূরে আমি রই।
এক বুক অভিমান বিধাতার কাছে
টলোমলো দুই চোখ জলে ভরে আছে,
এক বুক অভিমান বিধাতার কাছে
টলোমলো দুই চোখ জলে ভরে আছে,
কে যে কার কেউ তার জানিনা কিছুই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই।
আমি কার কে আমার
কি যে তার আমি হই,
কানামাছি কাছাকাছি দূরে-দূরে আমি রই।
FAQ About Aami Kaar Ke Aamar Song:
Who is the Singer of the song ‘Aami Kaar Ke Aamar?
Subhamita Banerjee has sung the song “Aami Kaar Ke Aamar“.
Who wrote the lyrics of the song? “Aami Kaar Ke Aamar“?
Sabri Saberin has written the lyrics of “Aami Kaar Ke Aamar“.